Income TaxNo Comments

default thumbnail

আয়কর, আয়কর রিটার্ন কি? কেন দিতে হয়?

# সরকার রাজস্ব আদায়ের জন্য প্রতি বছর ব্যাক্তি ও প্রতিষ্ঠানের আয়ের উপর যে কর নির্ধারণ করে তা হল আয়কর আর এই কর পরিশোধের জন্য সরকারের নির্ধারিত যে ফরম আছে তাতে করদাতা তার আয়, ব্যয়, সম্পদ ও দায় এর তথ্য বিবরণ দিয়ে এবং করের টাকা ফরম এর সাথে রিসিট/চেক/পে অর্ডার এর মাধ্যমে প্রত্যেক বছর আয়কর অফিসে জমা দেন কর সহ বা করযোগ্য আয় না হলে কর ছাড়া এই আয়কর ফরম জমা দেয়া কেই আয়কর রিটার্ন বলা হয়

 

কারা আয়কর রিটার্ন জমা দিবেন?                         

# যারা (ব্যাক্তি/কোম্পানি) করের আওতাভুক্ত হবেন তারা কর সহ আয়কর রিটার্নটি জমা দিবেন

 #এছাড়া কিছু ক্ষেত্রে আয়ের পরিমাণ যাই হোক না কেন তারদের আয়কর রিটার্ন দাখিল করতে হবেঃ

(১)যার টি আই এন আছে

(২) সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভাগীয় বা জেলা সদরে বসবাসকারীদের :

ক)এক তলার বেশি বাড়ি থাকলে

) গাড়ির মালিক হলে;

) আই এস ডি টেলিফোন থাকলে

) মূল্য সংযোজন কর (মূসক) আইনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য হলে;

(৩) ট্রেড লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকলে;

(৪) ডাক্তার, দন্ত চিকিৎসক, আইনজীবী, আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার অথবা সমজাতীয় পেশায় নিয়োজিত সব ব্যক্তিবর্গ;

(৫) চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অথবা কোনো ট্রেড অ্যাসোসিয়েশনের সব সদস্য;

(৬) ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনশ বা জাতীয় সংসদ নির্বাচনে সব পদপ্রার্থী;

(৭) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের ঠিকাদারি কাজে টেন্ডারে অংশগ্রহণকারী সব ব্যক্তি বা প্রতিষ্ঠান

(৮) চলতি বছরের আগের তিন বছরের যে কোনো বছর যার করযোগ্য আয় ছিল,

(৯) এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত যে কোন বেসরকারি প্রতিষ্ঠান,

(১০) যে কর দিতে চান

Be the first to post a comment.

Add a comment